ধর্ষককে প্রতীকী ফাঁসি দিলেন রাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: সারাদেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গত তিনদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
এবার ধর্ষককে প্রতীকী ফাঁসিতে ঝুলিয়ে এবং দ্রোহের কবিতা পাঠ করে প্রতিবাদ জানিয়েছেন তারা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়। সেইসঙ্গে বিভিন্ন দ্রোহের গান ও কবিতা, একক অভিনয় পরিবেশন করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে ধর্ষনের সর্বোচ্চ শাস্তির দাবিতে চোখে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করেন।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহাইর ইসলাম বলেন, ‘আজকের কর্মসূচিতে প্রতীকী ফাঁসির মাধ্যমে আমরা সারাদেশে উপস্থাপন করতে চেয়েছি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে হবে। সেইসঙ্গে ধর্ষককে নিন্দা করে ও চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আমাদের বোনদের নিরাপত্তাহীনতার প্রতি আঙুল তুলে আমরা বেশকিছু দ্রোহের কবিতা পাঠ করেছি। ক্যাম্পাসের তুখর আবৃত্তিশিল্পীরা কবিতাগুলো পাঠ করেছেন।’
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আমরা বিগত দিনগুলোতে দেখেছি ধর্ষিতাই সমাজে লাঞ্চিত হয়েছে অথচ ধর্ষক রাজনৈতিক ক্ষমতার বলে উচ্চবিলাসী জীবন যাপন করছে।
সমাজ বাস্তবতায় পরিস্থিতি এমন যে একজন ধর্ষিতার কাছের মানুষ থেকে শুরু করে পরিবারের কেউ তাকে রাখতে চায় না।
২০২৫ সালে এসেও যদি ধর্ষণের মত নেক্কারজনক ঘটনা ঘটতে থাকে এবং আমরা প্রতিবাদ না জানাই তবে বুঝতে হবে এই সমাজে উন্নতি ঘটেনি। এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরনের জন্য আমরা সরকারের সক্রিয় ভূমিকা আশা করছি।