ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ৪:৩৪ অপরাহ্ন

ভোলাহাটে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে বসতবাড়ি ও গবাদিপশু ভস্মীভূত

  • আপডেট: Monday, March 10, 2025 - 11:33 pm

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সীমান্তবর্তী চামুশা গ্রামে কাওসার আলীর বসতবাড়িতে থাকা সংসারের সম্পূর্ণ মালামালসহ গৃহস্থালির ১১টি গাইগরু ও শতাধিক হাঁস-মুরগি বিদ্যুতের শর্টশার্কিটে আগুন লেগে প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তের মাধ্যমে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমে সীমান্তবর্তী চামুশা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে কাওশার আলী (৪৫) এর বসত বাড়িতে এ অগ্নিকাণ্ডটি ঘটে। গত শনিবার দিবাগত রাত প্রায় ৯টার দিকে বিদ্যুতের শর্টসার্কিটে আগুন লেগে ১টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়। সে সাথে বাড়িতে থাকা ১১টি গাই-গরু ও শতাধিক হাঁস-মুরগি আগুনে পুড়ে সম্পূর্ণ পুড়ে ছাই হয়।

কাওশার এ প্রতিবেদককে জানান, প্রতিদিনের ন্যায় ঘটনা শনিবার দিবাগত রাত প্রায় ৯টার দিকে সবাই যখন তারাবীহ্ নামাজে বাড়ির বাইরে ছিল, সে মুহূর্তে বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট ঘটে। এ আগুন লাগলে বাড়িঘর, ঘরের ভিতরে থাকা সকল নিত্যপ্রয়োজনীয়  মালামাল, এমনকি নগদ কিছু টাকাসহ গোহাল ঘরে থাকা ১১টি গাই-গরু, হাঁস মুরগি বতক আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে ভাই বলে কান্নায় ভেঙে পড়েন।

কান্না জড়িত কণ্ঠে কাওশার জানান, আমার বসতবাড়ীসহ অন্যান্য মালামাল এমনকি গরুবাছুর, হাঁসমুরগী আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে আমি ও আমার পরিবারের মা, ৩ ছেলে ১ মেয়ে স্ত্রীসহ ছেলের বউ ও তাদের ছেলেমেয়ে মোট  বাড়ির ১০ সদস্যের পরিবার নিয়ে খোলা আকাশের নীচে থাকতে হবে ভাই।

এমনকি আমার বাড়িতে দু’মুঠো ভাত খাবো সে চাইলটাও নেই বলে আবারও কেঁদে ফেললেন কাওশার। কাওশারের কাছে তার ক্ষতির পরিমাণের কথা জানতে চাইলে বলেন, আমার সংসারের সকল সম্পদসহ গাইগরু, হাঁস মুরগি ও অন্যান্য মালামালসহ প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।