পিসিবির কাউকে চ্যাম্পিয়ন্স ট্রফি: ফাইনালের মঞ্চে না দেখে হতাশ শোয়েব

অনলাইন ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোন প্রতিনিধি না থাকায় হতাশ হয়েছেন দেশটির সাবেক পেসার শোয়েব আকতার।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ভেরিফাইড পেইজে এক ভিডিও বার্তায় শোয়েব জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পিসিবির কোন সদস্য উপস্থিত ছিল না।
১৯৯৬ সালে ভারত ও শ্রীলংকার সাথে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। এরপর আইসিসির আর কোন ইভেন্টের আয়োজক হতে পারেনি তারা।
অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর দিয়ে দীর্ঘ ২৯ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পায় পাকিস্তান। রাজনৈতিক কারণে সরকারের অনুমতি না থাকায় পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায়নি ভারত। হাইব্রিড মডেলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নিজেদের ম্যাচগুলো খেলে তারা।
গতরাতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় ভারত। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
কিন্তু আয়োজক দেশ হওয়া সত্ত্বেও পুরস্কার বিতরণী মঞ্চে পিসিবির কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না। যা দেখে অবাক হয়েছেন শোয়েব। তিনি বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। কিন্তু পিসিবি কোন সদস্যই সেখানে উপস্থিত ছিল না। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ। কিন্তু সেখানে তাদের কাউকেই দেখলাম না। যা আমাকে হতবাক করেছে।’
পাকিস্তানের কেউ না থাকার বিষয়ে একটি সূত্র জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দুবাইয়ে গেলে ফাইনালে মাঠে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সাইদ। পিসিবির পক্ষ থেকে সিইওকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল। কিন্তু অজানা কারণে মঞ্চে ডাকা হয়নি সুমাইরকে।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমেছিল পাকিস্তান। কিন্তু গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে যায় পাকিস্তান।
বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে বৃষ্টির সহায়তায় ১ পয়েন্ট পায় তারা। তারপরও আট দলের টুর্নামেন্টে সপ্তম হয় পাকিস্তান।
সূত্র: বাসস