ঢাকা | মার্চ ১১, ২০২৫ - ২:১০ পূর্বাহ্ন

হুনুমানজিউর আখড়া মন্দিরের সম্পাদক শ্যামল রায়ের পরলোক গমন

  • আপডেট: Monday, March 10, 2025 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী শহরের প্রাচীন হুনুমানজিউর আখড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও রায় ফার্মেসির স্বত্বাধিকারী শ্যামল রায় পরলোক গমন করেছেন।

গত রোববার (৯ মার্চ) সকালে মহানগরীর সাগরপাড়া বটতলা মোড়স্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, গত রোববার বিকালে পদ্মা নদীর তীরে রাজশাহী মহানগরীর পঞ্চবটি মহাশ্মশানে শ্যামল রায়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শ্মশানে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক নজরুল হুদা ও মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন উপস্থিত হয়ে তাদের স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে শ্যামল রায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেন।