ঢাকা | মার্চ ১১, ২০২৫ - ৩:৩০ পূর্বাহ্ন

রাজশাহীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

  • আপডেট: Monday, March 10, 2025 - 11:58 pm

স্টাফ রিপোর্টার: গতকাল সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।

এসময় অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুল মাঠে মহড়ার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিনুল হাসান। তিনি বক্তব্যে বলেন আমরা সব সময় কোন দুর্ঘটনা দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠাণ্ডা রেখে যদি পরিকল্পনা করি তাহলে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্স দিদারুল আলমসহ রিভার ভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বোয়ালিয়া রাজশাহী জিয়াউর রহমান প্রমুখ।

পবা

পবা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যে  সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিভিন্ন দুর্যোগে করনীয় শীর্ষক মহড়া উপস্থাপন করে দেখান।

এর আগে, দিবসটি উপলক্ষে “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলায় খাদ্য কর্মকর্তা একেএম ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, পবা ফায়ার সার্ভিস ইনচার্জ নিরঞ্জন সরকার প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।