ঢাকা | মার্চ ১১, ২০২৫ - ৫:১৪ পূর্বাহ্ন

পাবনায় আওয়ামী লীগ নেতার ইট ভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

  • আপডেট: Monday, March 10, 2025 - 11:01 pm

পাবনা প্রতিনিধি: পাবনায় অভিযান চালিয়ে অনুমোদন না থাকায় একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পাবনা সদর উপজেলার দোগাছী এলাকায় এএমবিডি ব্রিকস নামের ইট ভাটায় অভিযান চালায়।

ইট ভাটাটির অনুমোদন না থাকায় সেটি ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মুরাদ হোসেনের নির্দেশে ইট ভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়। ইট ভাটাটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনায় দুই শিক্ষার্থীকে সরাসরি গুলি করে হত্যাকারী পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খানের মালিকানাধীন।

অভিযানে পরিবেশ অধিদপ্তর পাবনার ইন্সপেক্টর আব্দুল মোমিন, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, সারাদেশে ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তার প্রেক্ষিতে আমরা নিয়মিতই ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।