আইন শৃংঙ্খলার অবনতির প্রতিবাদে রামেক শিক্ষার্থী ও শিক্ষকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: সারাদেশে নারীদের প্রতি সহিংসতা, হেনস্তা, নিপীড়ন, ধর্ষণের বিরুদ্ধে এবং সার্বিক আইন শৃংঙ্খলার অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রোববার রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মোমবাতি প্রজ্জ্বলন, কুশপুত্তলিকায় পাথর নিক্ষেপ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মেডিকেল কলেজের নুরুন্নবী হোস্টেল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মেডিকেল কলেজ চত্ত্বরে এসে শেষ হয়। এরপর অন্যান্য কর্মসূচি পালিত হয়। উক্ত বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশসহ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইন্টার্ন চিকিৎসক নুর ইসলাম, আমরি মীম, রিমন আলী, মানসিফ তাহসিন প্রমুখ।