ঢাকা | মার্চ ১০, ২০২৫ - ১:৫৩ পূর্বাহ্ন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বার্ষিক সাধারণ সভা

  • আপডেট: Sunday, March 9, 2025 - 12:06 am

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচযন্ত্র পরিচালনা ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রার ওপর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএর প্রধান কার্যালয়ে অস্থায়ী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো: শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাসেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক (অবসরপ্রাপ্ত), তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী , নির্বাহী প্রকৌশলী ও (সচিব) এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম সহ বরেন্দ্র  বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী , তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলী, উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী, ইলেকট্রিশিয়ান/ মেকানিক/সহকারী মেকানিক গণের সমন্বয়ে ২০২৪-২০২৫ সনের সেচযন্ত্র পরিচালনা ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রার উপর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের সকল রিজিয়ন ও জোন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।