রেললাইনে বিএনপি নেতার ভাইয়ের লাশ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর হুজরাপুকুর এলাকায় রেললাইনে পড়েছিল বিএনপি নেতার ভাইয়ের লাশ।
শুক্রবার রাত ৮টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোবাশ্বের হোসেন (৩০)। নগরীর ঘোড়ামারা বোয়ালিয়াপাড়া মহল্লার বাসিন্দা। তার বাবা মোশাররফ হোসেন। তিনি রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সৎ ভাই।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, রেললাইনে লাশটি পড়ে ছিল, গলা থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।