ঢাকা | মার্চ ৯, ২০২৫ - ৬:১৪ অপরাহ্ন

শিরোনাম

নারীর ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

  • আপডেট: Sunday, March 9, 2025 - 12:23 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম ও নারীর ক্ষমতায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা সমাজসেবা সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম একটি নারী বান্ধব ও সার্থক কার্যক্রম। এ কার্যক্রম নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করে চলছে। দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও এ কর্মসূচী অত্যন্ত প্রাসঙ্গিক।

পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকারা অনেকেই জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন। যা এ কর্মসূচির সফলতার চিত্র এবং নারী নেতৃত্ব বিকাশের বহিঃপ্রকাশ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ। এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজসেবার পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীসহ অতিথিবৃন্দ।