দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: দেশব্যাপী চলমান ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীগণ।
রোববার বিকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সাম্প্রতিক সময়ে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আমরা শোকাভিভূত, নারী নিপিড়নকারীদের বিরুদ্ধে সবাই সোচ্চার হন এই স্লোগানে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, নির্বাহী প্রকৌশলী ও (সচিব) এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা, নির্বাহী প্রকৌশলী এ কে এম ওবাইদুল্লাহ, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, সিনিয়র কেমিস্ট কাজী শামীম আরা, বিএমডিএ রাজ-২০৮৮ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলী, উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী, ইলেকট্রিশিয়ান/ মেকানিক/সহকারী মেকানিকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা/ কর্মচারীগণ বিভিন্ন শ্লোগানে ধর্ষকের প্রকাশ্যে জনসম্মুখ্যে অতিদ্রুতই ফাঁসির দাবি করেন যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘণ্য ও নেক্কারজনক কাজ থেকে বিরত থাকে। এসময় ধর্ষকের সুনিদিষ্ট বিচার ও ফাঁসির দাবি জানান।