ঢাকা | মার্চ ১০, ২০২৫ - ৭:১৪ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক হস্তান্তর

  • আপডেট: Sunday, March 9, 2025 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনায় নিহত আহতদের পরিবারবর্গের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে আজ।

রোববার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন বিআরাটএ সার্কেল, রাজশাহীর আয়োজনে রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ পুঠিয়া সড়কে দুর্ঘটনায় জন মৃত্যু জন আহত পরিবারের মাঝে ৪১ লক্ষ টাকা প্রদান করা হয়।

মৃত ব্যক্তির পরিবারের হাতে প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার চেক তুলে দেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ব্যবস্থাপনা) রাজশাহী উম্মে কুলসুম সম্পা, বিআরটিএ সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং আবদুল রশিদ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।