ঢাকা | মে ১৫, ২০২৫ - ৩:১২ অপরাহ্ন

হাসপাতালে নীরবে রাত কাটালেন পোপ ফ্রান্সিস : ভ্যাটিকান

  • আপডেট: Saturday, March 8, 2025 - 7:47 pm

অনলাইন ডেস্ক: ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিস হাসপাতালে আরো একটি নীরব রাত কাটিয়েছেন। ক্যাথলিক চার্চ পোপ ফ্রান্সিস (৮৮) জটিল নিউমোনিয়ায় আক্রান্ত। শনিবার ভ্যাটিকান এই খবর জানিয়েছে।

ভ্যাটিকান থেকে এএফপি আজ এই খবর জানায়।

গত ১৪ ফেব্রুয়ারি থেকে রোমের জেমেলি হাসপাতালের একটি বিশেষ পোপ স্যুটে চিকিৎসাধীন পোপ ফ্রান্সিসের আর্জেন্টাইনের সম্পর্কে সকালের সংক্ষিপ্ত আপডেটে বলেছেন, ‘রাত শান্ত ছিল, পোপ বিশ্রাম নিচ্ছে।

আর্জেন্টাইন পোপ ভর্তির পর থেকে বেশ কয়েকবার শ্বাসকষ্টে ভুগছেন। সম্প্রতি ৩ মার্চ  কিন্তু বেশ কয়েকদিন ধরে ভ্যাটিকান তার অবস্থাকে ‘স্থিতিশীল’ বলে উল্লেখ করেছে।
৬ মার্চ  পোপ ফ্রান্সিস একটি অডিও বার্তা প্রকাশ করেন – হাসপাতালে ভর্তির পর থেকে প্রথমবারের মতো বিশ্ব তার কণ্ঠস্বর শুনতে পেয়েছে । যেখানে তিনি তার সূস্থতার জন্য প্রার্থনাকারীদের ধন্যবাদ জানান।

হাসপাতালে তিন সপ্তাহ চিকিৎসার পরও পোপ দুর্বল এবং শ্বাসকষ্টের যন্ত্রনায় ভূগছেন।

গতকাল শুক্রবার ৭ মার্চ ভ্যাটিকান জানিয়েছে, তিনি এখনও ‘জটিল ক্লিনিক্যাল অবস্থায়’ আছেন। তাই ‘পূর্বাভাস এখনও অস্পষ্ট’।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS