ঢাকা | মার্চ ১০, ২০২৫ - ১:১৪ অপরাহ্ন

রাণীনগরে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ৪

  • আপডেট: Saturday, March 8, 2025 - 10:19 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ডেভিল হান্ট ও থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে। ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ঘোষগ্রামের আক্কাছ আলীর ছেলে ইমরান হোসেন।

সে গোনা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন এবং উপজেলার নারায়ন পাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে ময়নুল ইসলাম, সে একডালা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। অপরদিকে  গ্রেপ্তারি পরোয়ানা মূলে আরও ২ জনকে গ্রেপ্তার করেছে রাণীনগর থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বালুভরা গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে রায়হান সরদার ও কাশিমপুর ইউনিয়নের চককুতুব গ্রামের খয়ের আলীর ছেলে মাসুম। রাণীনগর থানার অফিসার ইনচার্জ হাফিজ মো: রায়হান জানান, শুক্রবার রাতে অপারেশন ডেভিল হান্ট ও থানা পুলিশের পৃথক অভিযানে ৪জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।