ঢাকা | মার্চ ১০, ২০২৫ - ১:৫৮ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার হাত থেকে অদম্য নারী পুরস্কার পেলেন রাজশাহীর মোহনা

  • আপডেট: Saturday, March 8, 2025 - 11:05 pm

সোনালী ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি তাদের হাতে সম্মাননা তুলে দেন।
এতে সমাজ উন্নয়নে অসমান্য অবদান রাখায় অদম্য নারী পুরস্কার-২০২৫ পেয়েছেন রাজশাহীর হিজড়া মোহনা মো. মুহিন থেকে মোহনা হওয়া তৃতীয় লিঙ্গের এই সদস্য তার জনগোষ্ঠীর সদস্যদের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি রাজশাহীর দিনের আলো হিজড়া সংঘের সভাপতি।

সংগঠনটিতে তিনি কাজ করছেন ২০০২ সাল থেকে। তবে ২০১০ সালে সংগঠনের কার্যক্রমে গতি পায়। হিজড়াদের আদি পেশা থেকে বের করে এনে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা এ সংগঠনের লক্ষ্য। হিজড়া মোহনা রাজশাহী নগরের ছোটবনগ্রাম উত্তরপাড়া মহল্লার বাসিন্দা। তিনি এলাকার লোকজনের কাছ থেকে নিজেকে লুকিয়েই রেখেছিলেন জীবনের বড় একটা সময়।

২০১৫ সালের দিকে তিনি চুল বড় করেন। শাড়ি-চুড়িও পরা শুরু করেন। তখন এলাকার অনেকেই তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। হাজারও প্রতিকূলতা স্বত্ত্বেও মোহনা পরিবার থেকে বিচ্ছিন্ন হননি।
মোহনার পাশাপাশি এ বছর ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ এর বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল। জাতীয় নারী ক্রিকেট দলের পক্ষে সম্মাননা নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

পাশাপাশি, ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে শরীফা সুলতানা, ‘শিক্ষা ও চাকরি ক্ষেত্রে’ হালিমা বেগম, ‘সফল জননী’ মেরিনা বেসরা, ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী’ লিপি বেগম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। অনুষ্ঠানে নারী শক্তিকে উৎসর্গ করে একটি সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।