ঢাকা | মে ১৪, ২০২৫ - ১২:০৪ অপরাহ্ন

নওগাঁয় ১ হাজার এতিম শিশুকে নিয়ে জাতীয়তাবাদী কৃষক দলের ইফতার

  • আপডেট: Saturday, March 8, 2025 - 12:25 pm

অনলাইন ডেস্ক: জেলার মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে প্রায় ১ হাজার এতিম শিশু এবং ২শ’ জন ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা কৃষক দলের আয়োজনে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমধর্মী এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহাদেবপুর উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।

এছাড়া মহাদেবপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডোসহ উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, আওয়ামী লীগ হুজুর পেটানো এবং ভারতের দালালির রাজনীতি করে। তারা মানুষের টুপি পরে ঘোরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তারা ইমামদেরও ছাড় দেয়নি। অন্যদিকে বিএনপির চেয়ারপার্সন দেশরত্ন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজনীতি করেও মানুষের অধিকার হরণ তো দূরের কথা নিজে গাড়ি-বাড়িরও মালিক হননি।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS