ঢাকা | মার্চ ১০, ২০২৫ - ৭:৫৩ পূর্বাহ্ন

শিবগঞ্জে দুস্থরা পেলেন আলোর সীমান্তের খাদ্যসামগ্রী

  • আপডেট: Saturday, March 8, 2025 - 10:33 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহায়-দুস্থ ১৬০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংস্থা আলোর সীমান্তের উদ্যোগে উপজেলার নামোটিকরী বাজারে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সংস্থার পরিচালক আবদুল বাসির। এসময় তিনি বলেন, প্রতিবছরই রমজান মাসে দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এবারও আলোর সীমান্তের উদ্যোগে ১৬০টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য আনসারুল ইসলাম, আমিনুল ইসলাম, আজগর আলী ও মাওলানা আজগর আলী প্রমুখ। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ছোলা, দুই কেজি আটা, দুই কেজি আলু, ৫০০ গ্রাম তেল, ৫০০ গ্রাম খেজুর ও ৫০০ গ্রাম মুড়ি দেয়া হয়।