নাটোরে বিসিএস ক্যাডার চিকিৎসকদের কর্মবিরতি

নাটোর প্রতিনিধি: সারাদেশের ন্যায় নাটোরেও চলছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার চিকিৎসকদের কর্মবিরতি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুসারে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম” আয়োজিত নাটোর আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন তারা। কর্ম বিরতিতে অংশগ্রহণ করে তারা জানান, যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবত কাঙ্খিত পদোন্নতি না হওয়ায় পদোন্নতির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮, ৯ ও ১০ মার্চ সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ রবিউল আওয়াল, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আনিসুজ্জামান পিয়াস, কে এম নাজমুল, এম এ মমিন, আকলীমা খাতুন প্রমুখ।