ঢাকা | মার্চ ৯, ২০২৫ - ৬:০০ অপরাহ্ন

শিরোনাম

গাছের নিচে চাপা পড়ে প্রাণ গেল শিক্ষকের

  • আপডেট: Saturday, March 8, 2025 - 10:48 pm

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ইউক্যালিপটাস গাছের নিচে চাপা পড়ে মাসুদ আলী (৩৮) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টায় উপজেলার বিয়াশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক মাসুদ আলী বিয়াশ কারিগর পাড়ার মৃত আফতাব উদ্দিনের ছেলে ও ক্ষিদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় ইউপি সদস্য তারেক হোসেন দুলাল জানান, নিহত শিক্ষক মাসুদ আলী তার দুই ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের নিজ ভিটায় লাগানো ইউক্যালিপটাস গাছ কাটছিলেন। একটি কাটা গাছ পাশের তালগাছে আটকে গেলে সেটি নামানোর সময় চাঁপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিক্ষকের লাশ এলাকায় পৌঁছালে সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া খাতুন বলেন, হাসপাতালে আনার অনেক আগেই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।