ঢাকা | মার্চ ১০, ২০২৫ - ২:০১ পূর্বাহ্ন

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

  • আপডেট: Saturday, March 8, 2025 - 10:51 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে সদর থানার বারপুর ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- পুরান বগুড়া এলাকার মৃত মোস্তফা কামালের ছেলে জহুরুল ইসলাম ওরফে চাচ্চু (৪৪), আবু বাক্কারের ছেলে আরিফ হোসেন (৩০) এবং মামুন অর রশিদের ছেলে রাজিব খান (৩৪)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বারপুর ফ্লাইওভারের নিচে উপশহর পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করেন। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি চাপাতি, দুটি সেলাই রেঞ্জ, চারটি ডাল রেঞ্জ, একটি স্ক্রু-ড্রাইভার ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। এর আগে বৃহস্পতিবার বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে পৃথক অভিযানে ১০ জনকে সরঞ্জামসহ গ্রেপ্তার করেছিল পুলিশ।