ঢাকা | মে ১৫, ২০২৫ - ৪:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জে যুবলীগ নেতার লাশ উদ্ধার

  • আপডেট: Friday, March 7, 2025 - 10:04 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার তারাকান্দি গ্রামে একটি বাড়ি থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামে এক যুবলীগ নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। স্বপন উপজেলার বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে। তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, এক মাস ধরে স্বপন একা দুর্গম চরাঞ্চলের ওই বাড়িতে অবস্থান করে গরু, ঘোড়া, ছাগল দেখাশোনা করছিলেন। ওই বাড়িটি নিহত স্বপনের বন্ধু সারজিল সম্পদের।

স্বপন প্রতি বুধবার বাড়িতে এসে স্ত্রী-সন্তানদের জন্য বাজার করে দিয়ে যেতেন। স্ত্রী বলছেন, গত বুধবার থেকে তার মোবাইল ফোন বন্ধ পেয়েছেন।

কাজীপুর থানার ওসি নূরে আলম বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS