ঢাকা | এপ্রিল ২১, ২০২৫ - ৪:৩৪ অপরাহ্ন

চাঁপাইয়ে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট: Friday, March 7, 2025 - 9:27 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে ‘আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়’ এই প্রতিপাদ্য সামনে রেখে দুর্বার নেটওয়ার্কের আন্তজার্তিক নারী দিবসের ঘোষণাপত্র উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দুর্বার নেটওয়ার্কের আয়োজনে  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারী নেত্রী রাশেদা খাতুনের সঞ্চালনায় দুর্বার নেটওয়ার্কের সভানেত্রী আকসানা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক শহিদুল ইসলাম শহিদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাংবাদিক কামাল শুকরানা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা, নারীদের সমতা ও বিভিন্ন অধিকার নিয়ে কথা বলেন এবং স্বাধীন মতামত প্রদান নিশ্চিত করতে তারা ১১টি দাবি জানান।