রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের বাস মালিক, কর্মকর্তা-কর্মচারিদের মাঝে রমজান ও ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল এ উপহার সামগ্রী সদস্যদের হাতে তুলে দেন। সংগঠনের প্রায় ৬শ সদস্যের মাঝে তেল, সেমাই, চিনি, চাল, গুড়ো দুধ ও খেজুর উপহার হিসেবে দেয়া হয়।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সংগঠনের সকল সদস্যদের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাস মালিকদের উপহার সামগ্রীর সাথে নগদ অর্থও দেয়া হয়েছে। তিনি বলেন, সংগঠনের সকল সদস্যদের ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে কাজ করে যাচ্ছে বর্তমান কমিটির সদস্যরা।
গেল ১৭ বছর সংগঠনের অর্থ লুটপাটের যে মহোৎসব চলেছে, তা কাটিয়ে উঠতে বেশ বেগ পেতে হচ্ছে। তবে সদস্যদের আন্তরিক সহযোগিতায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ অতীতের যেকোনো সময়ের চেয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে। এজন্য সংগঠনের নির্বাহী কমিটিসহ সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সহ-সভাপতি মজিবর রহমান ও লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সহ-সম্পাদক মিনাল উদ্দিন হিরা, সদস্যমামুন, জিল্লুর, আখতার, মনসুর, শেরেকুল ও সান্টু প্রমুখ।