ঢাকা | মে ১৪, ২০২৫ - ৫:০৩ পূর্বাহ্ন

রাজশাহীতে অবৈধভাবে পুকুর ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপডেট: Friday, March 7, 2025 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বোয়ালিয়া থানার টিকাপাড়া বৌ-বাজার মোড় সংলগ্ন (কেমিকো ঔষধ কোম্পানির পিছনে) পচার পুকুর ভরাট বন্ধ ও সুরক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি।

শুক্রবার বিকাল ৪টার দিকে পুকুরপাড়েই রাজশাহীর উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস ও টিকাপাড়া এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। স্থানীয় বাসিন্দা ইফতেখার বলেন, এই পুকুরটি চার এলাকার মানুষের জন্য অত্যন্ত জরুরি। কেন না এই পুকুর ছাড়া আশেপাশে এক দেড় কিলোমিটারের মধ্যে আর কোন পুকুর নেই।

তিনি আরও বলেন, বিগত দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় এই পুকুরটির পানি ব্যবহার করেই আগুন নেভানো হয়েছিল। পুকুরটি এই এলাকার জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করে। এটির সুরক্ষা নিশ্চিত করতে হবে, দখলকারি যারাই হোক, পুকুর ভরাটের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি শামীউল আলীম শাওন বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্বেও রাজশাহীতে দেদারসে পুকুর ভরাট চলমান রয়েছে। ঘোষপাড়ার জোড়া পুকুরটির পুনরুদ্ধারের কথা উল্লেখ করে তিনি বলেন এই পুকুরটিও দ্রুত সংরক্ষণের ব্যবস্থা করতে হবে এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নগরীর ৯৫২টি পুকুর পুনরুদ্ধার করতে হবে।

ইয়্যাসের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, রাজশাহীর আর কোন পুকুর হত্যা করতে দেয়া হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে পুকুর ভরাট করার সাথে সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং ব্যক্তি মালিকানাধীন সকল পুকুর, জলাশয়, জলাধারগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করতে হবে, প্রয়োজনে অধিগ্রহণ করতে হবে।

বক্তারা আরো বলেন, এই পুকুরটা না থাকলে সাগরপাড়া, খুলিপাড়া, মহলদারপাড়া, টিকাপাড়া, মাছুয়া পাড়ার মানুষের নিত্য দিনের নানাবিধ কাজ করার আর কোন জায়গা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পুকুরটি সংরক্ষণের বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS