ঢাকা | মে ১৭, ২০২৫ - ৬:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

প্যারিসে রেল স্টেশনে বিশ্ব যুদ্ধের বোমা

  • আপডেট: Friday, March 7, 2025 - 4:14 pm

অনলাইন ডেস্ক: প্যারিসের রেল স্টেশনে শুক্রবার সকালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের একটি বোমা পাওয়া গিয়েছে। প্যারিসের ‘গ্যারে ডু নর্ড’ ব্যস্ততম ট্রেন স্টেশনে বোমা পাওয়া গেলে রেল চলাচলে ব্যাপক বিপর্যয় ঘটে।

কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। প্যারিস থেকে এএফপি আজ এ খবর জানায়।

বোমাটি দেখা যাওয়ার ফলে ইউরোস্টারসহ মেট্রো, জাতীয় ও দ্রুতগামী আন্তর্জাতিক ট্রেন পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকটি ইউরোস্টার যাত্রা বাতিল করা হয়।

কর্তৃপক্ষ ঝুঁকি মোকাবেলায় এলাকাটি সুরক্ষিত রাখার কারণে যাত্রীরা ব্যাপকভাবে বিড়ম্বনার সম্মুখীন হন।

‘এসএনসিএফ’ রেল কোম্পানি বলেছে, সেন্ট ডেনিস এলাকার ‘রেল লাইনের মাঝখানে’ বোমাটি পাওয়া গেছে।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS