ঢাকা | এপ্রিল ১১, ২০২৫ - ১২:৫৯ পূর্বাহ্ন

ইফতারিতে বাড়ছে হালিমের কদর

  • আপডেট: Friday, March 7, 2025 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: ইফতারিতে এবার সবার প্রিয় হালিম। রোজাদাররা অন্যান্য ইফতারি সামগ্রীর সাথে হালিম নিচ্ছেনই।

বাজারের প্রতিটি হোটেল-রেস্তোরাঁয় ইফতারি হিসেবে হালিম পাওয়া যাচ্ছে। নগরীর বিভিন্ন মার্কেটের ছোটখাটো দোকানেও এখন হালিম বিক্রি হচ্ছে। নগরীর চিলিস, রহমানিয়া, নিউ বিদ্যুৎ, মেমোরি বিরিয়ানি হাউস, লক্ষ্মীপুরের হোটেল রাজ ও তৃপ্তি হোটেলে ইফতারি হিসেবে বিক্রি হচ্ছে হালিম। এদিকে ইফতারি হিসেবে গরুর হালিম বড় বাটি ৫০০ টাকা, ছোট বাটি ২৫০ টাকা, খাসির বড় বাটি ৬০০ টাকা, ছোট বাটি ৩০০ টাকায় বিক্রি করছে চিলিস।

আর রহমানিয়া বড় বাটি ৩০০ টাকা, ছোট বাটি ১২০ টাকা, নিউ বিদ্যুতে খাসি বড় বাটি ৫০০ টাকা, ছোট বাটি ৩০০ টাকা, দি রিটারি হাউজে বড় বাটি ২৫০ টাকা, ছোট বাটি ১২০ টাকা এবং জিরোপয়েন্ট সংলগ্ন ভাজা-পোড়ার দোকানে ইফতার হিসেবে ১৫০ বড় বাটি ও ছোট বাটি ৭০ টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে হালিম। নগরীতে মধ্যবিত্ত রোজাদারদের মাঝে এর জনপ্রিয়তা রয়েছেই। এখন নগরীর আনাচে-কানাচে, মোড়ের দোকানে দোকানে ইফতারি হিসেবে পাওয়া যাচ্ছে হলিম।