আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরভবনের ট্রেনিং রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান। সভায় নারী ও বালিকার কল্যাণ, ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা অর্জনে রাজশাহী সিটি কর্পোরেশনের গৃহীত কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, নাগরিক সুবিধা বৃদ্ধি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন কমিউনিটি ডেভেলপমেন্ট শাখার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কমিউনিটি হাউজিং ফান্ড থেকে ৩১৭টি পরিবারকে গৃহ নির্মাণে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। নতুন গৃহ নির্মাণ ও পুরাতন বাড়ি সংস্কারে সহায়তা প্রদান করা হয়।
শিক্ষা, ব্যবসা, পুষ্টি সহায়তা বাবদ অনুদান প্রদান করা হয়। নগরীতে বিভিন্ন ওয়ার্ডে টয়লেট নির্মাণ, টিউবওয়েল স্থাপন, ড্রেন ও রাস্তা নির্মাণ করা হয়। নারী ও কিশোর-কিশোরীর কল্যাণে পুষ্টি সহায়তা ও বয়ঃসন্ধি বিষয়ে উপকরণ সহায়তা প্রদান।
নারীর ক্ষমতায়ণে কমিউনিটি সংগঠন গঠন, এর মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে সঞ্চয়। নারী উদ্যোক্তারা ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে নিজেরা আর্থিকভাবে স্বচ্ছলতা অর্জন করে। লিঙ্গ সমতায় পারিবারিক আইন সহায়তা, ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক আয়োজন, নারীকে বিশেষ ক্ষমতায়নে গৃহ নির্মাণ ও সংস্কারের ক্ষেত্রে নারীবান্ধব পরিবারকে অগ্রাধিকার প্রদান করা হয়।
সভায় রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি, সিডিসি ও সিএইচডিএফের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।