ঢাকা | মার্চ ১০, ২০২৫ - ২:৫২ পূর্বাহ্ন

আইডিইবি রাজশাহীর আলোচনা দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট: Friday, March 7, 2025 - 10:08 pm

স্টাফ রিপোর্টার: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ আইডিইবি রাজশাহীর আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল হয়েছে।

শুক্রবার আইডিইবি কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজীম আহমেদ, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কেনিক ঢাকা তৈয়ব আলী মুকুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান প্রকৌশলী আবুল কালাম আযাদ, রাজশাহী সিটি কর্পোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ।

সভাপতিত্ব করেন জেনিক রাজশাহীর আহ্বায়ক এ আর জামিল ইদি, সঞ্চালন করেন জেনিক সদস্য সচিব আহসান হাবিব।

উপস্থিত ছিলেন ইফতার বাস্তবায়ন কমিচির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক প্রকৌ: দেওয়ান নাসির উদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ, শাহীনুল হক, আবু সাঈদ, আবু জাহিদ পিন্টু, আবু রৌশন মাসুদ, আব্দুস সামাদ, নাজমুল হক, আব্দুল্লাহিল কাফি, আরিফুল ইসলাম ও ওয়াসিম খান প্রমুখ।