ঢাকা | জুলাই ১৩, ২০২৫ - ৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী ও আশপাশের অঞ্চল: নানা ঘটনায় ছয়জনের মৃত্যু

  • আপডেট: Friday, March 7, 2025 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা ও এর আশপাশের জেলা-উপজেলায় সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে মোট ছয়জনের মৃত্যু হয়েছে।

সোনালী সংবাদের বাঘা প্রতিনিধি জানান, বাঘায় শিপন হোসেন (২০) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী মৃগীরোগীর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। শিপন হোসেন উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি মোল্লাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। জানা গেছে, শিপন হোসেন একজন বুদ্ধি প্রতিবন্ধী ও মৃগীরোগী।

সে গত বৃহস্পতিবার দুপুরে প্রকৃতির ডাকে খোলা আকাশের নিচে টয়লেট করে পুকুরের পানি ব্যবহার করতে যান। এসময় তার মৃগীরোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল তদন্ত করা হয়েছে। সে একজন প্রতিবন্ধী ও মৃগীরোগী। এ বিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরে বাগাতিপাড়ায় কীটনাশক পানে ১০ বছর বয়সী শিমু খাতুননামের ১০ এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিমু খাতুন মৃত্যুবরণ করেন। শিমু উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই এলাকার কৃষক বাবলুর মেয়ে। স্থানীয় ও পরিবার সূত্রমতে, শিমু খাতুন ডুমরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়ার পর তার পরিবারের সদস্যরা তাকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে। ঘটনার দিন বেলা আড়াইটায় পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতিতে শিক্ষার্থী শিমু খাতুন কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে।

পরে পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী শিমু খাতুন মৃত্যুবরণ করে। কীটনাশক পানের সঠিক কারণ জানা যায়নি। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে মাদ্রাসায় যাওয়াকে কেন্দ্র করে শিশুটি বিষপান করেছে। পরিাবরের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়না তদন্তে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটের ক্ষেতলালে পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর সাঞ্জাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলেন, উপজেলার রসুলপুর-সাঞ্জাপাড়া গ্রামের সোহাগ হোসেনের ছেলে ফারহান হোসেন (৩) ও একই গ্রামের সরোয়ার হোসেনের ছেলে শাফায়েত হোসেন (৩)। জানা গেছে, শুক্রবার দুপুরে ফারহান ও শাফায়েত খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।

পরে তাদের খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে। পরে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

জয়পুরহাট প্রতিনিধি আরও জানান, জয়পুরহাটের ক্ষেতলালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। উপজেলার নিশ্চিন্তা-ইটাখোলা সড়কে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের সামনে মোটরসাইকেলের ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি হেফাজতে নেয়। নিহতরা হলেন পৌর এলাকার হেরাকুলা চৌধুরীপাড়া মহল্লার আজিজার মন্ডলের ছেলে দুলাল মন্ডল (৩৫) এবং কাজীপাড়া গ্রামের মোংলার ছেলে জহুরুল ইসলাম (৪৫)। ফায়ার সার্ভিস ও

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সাড়ে ৫টার দিকে আলুবোঝাই একটি ট্রাক নিচিন্তা থেকে ইটাখোলার দিকে রওনা হয়। পথিমধ্যে মুন্দাইল মোড়ে পৌঁছামাত্র সামনের দিক থেকে আসা ওই মোটরসাইকেল ট্রাকের সামনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। অপরজনকে আহতাবস্থায় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। ক্ষেতলাল থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ইফতারের আগমুহূর্তে নিশ্চিন্তা থেকে ইটাখোলা যাওয়ার পথে দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকের সামনে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।