ঢাকা | মে ১৪, ২০২৫ - ৫:৪৩ পূর্বাহ্ন

নগরীর পাবলিক টয়লেট সংস্কার ও নতুন টয়লেট তৈরির দাবি

  • আপডেট: Thursday, March 6, 2025 - 12:38 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় পাবলিক টয়লেট বা গণশৌচাগারগুলোর প্রয়োজনীয় সংস্কার ও এগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা দ্রুত নিশ্চিত করতে তাগিদ দিয়েছেন রাজনৈতিক, গণমাধ্যম ও নাগরিক সংগঠনরে প্রতিনিধিরা। সেইসাথে নতুন শহরের বিভিন্ন স্থানে নতুন টয়লেট তৈরিরও দাবি জানানো হয়।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, রাজশাহীর আয়োজনে গোলটেবিল আলোচনা থেকে তারা এ দাবি তুলে ধরেন। গতকাল বুধবার নগরীর চন্ডিপুর এলাকার একটি রেস্টুরেন্টে ‘রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় গণশৌচাগার সংস্কার এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা নগরীর পাবলিক টয়লেটগুলোর বেহাল দশা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

সভায় বক্তারা জানান, নগরীর বিভিন্ন গুরুত্বর্পূণ স্থানসমূহে গণশৌচাগার থাকলেও নেই কোন কার্যকর ব্যবস্থাপনা। যার ফলে প্রতিনিয়তই বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিশেষ করে নারীরা ব্যাপক সমস্যার সম্মুখিন হচ্ছেন। তারা আরও বলেন, শহরের কোথায় কোথায় পাবলিক টয়লেট আছে বাহিরে থেকে আসা মানুষেরা জানতেই পারে না। ফলে তারা অনেক সমস্যায় পড়েন। সমস্যা সমাধানের জন্য উপস্থিত সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে টয়লেটের তথ্য দিয়ে বিলবোর্ড কিংবা ফেস্টুন দেয়ার বিষয়ে তুলে ধরেন।

এদিকে সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা জানান, নগরীর কোর্ট ঢালুর মোড়, কাঁঠালবাড়িয়া, ১১নং ওয়ার্ড ও সিটিহাট এলাকায় পাবলিক টয়লেট নুতনভাবে করা হচ্ছে। এর কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। দ্রুত কাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। উপস্থিত অংশগ্রহনকারীরা সোনাদিঘীর মোড়, লক্ষ্মীপুর মোড়সহ গুরুত্বপূর্ণস্থানে নতুনভাবে পাবলিক টয়লেট করার দাবি জানান।

সেইসাথে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেন। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। এছাড়াও ইজারা মূল্য কম এবং ব্যবহার মূল্য কম করারও কথাও সভায় ওঠে আসে।

যুক্তরাজ্যের এফসডিওি-এর আর্থিক সহযোগতিায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বি-স্পেস প্রকল্পের পৃষ্ঠপোষকতায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, এমএএফ এর ভাইস প্রসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য জাহান পান্না, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর মাস্টার ট্রেইনার গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সিটি কপোরেশনের প্ল্যানার বনি আহসান ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর প্রতিনিধি সাংবাদিক মঈন উদ্দিনসহ মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সদস্যবৃন্দ, সুশীল সমাজেরর প্রতিনিধি, বিভিন্ন তরুণ সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

Hi-performance fast WordPress hosting by FireVPS