তানোরে সন্ত্রাস মুক্ত বাজার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন

তানোর প্রতিনিধি: সন্ত্রাস মুক্ত বাজার ও জান মালের নিরাপত্তার দাবিতে তানোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তানোর বাজার বণিক সমিতির আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে তানোর গোল্লাপাড়া বাজারে সকল বণিক সদস্যবৃন্দ তাদের দোকান বন্ধ রেখে মানববন্ধন ও মিছিলে অংশগ্রহণ করেন।
সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিলটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তানোর গোল্লাপাড়া বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তানোর বাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডের বন্ধের জন্য সকাল থেকে মাইকিং করে বাজারের সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে দোকান বন্ধ করে বণিক সদস্যরা রাস্তায় নামায় বাজারের দুই ধারে যানজট বেধে যায়। মানববন্ধনে বক্তব্য রাখেন-তানোর গোল্লাপাড়া বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সাংবাদিক টিপু সুলতান, কোষাধক্ষ্য তুহিন পারভেজ, বণিক সদস্য ও প্রধান শিক্ষক মিজানুর রহমান, বণিক সদস্য ও জামাত ইসলামি তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মাহাবুর চৌধুরী, বারী সরকার, তহিদুল ইসলাম প্রমুখ।