ঢাকা | মার্চ ৬, ২০২৫ - ৯:২৭ অপরাহ্ন

শিরোনাম

জাপানে কারখানায় বিস্ফোরণে একজনের প্রাণহানি

  • আপডেট: Thursday, March 6, 2025 - 12:49 pm

অনলাইন ডেস্ক: আজ গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জাপানের একটি গাড়ির যন্ত্রাংশ কারখানায় বৃহস্পতিবার এক বিস্ফোরণে একজনের প্রাণহানি ও অপর দু’জন আহত হয়েছে।

চুবু-নিপ্পন ব্রডকাস্টিং ও নাগোয়া ব্রডকাস্টিং নেটওয়ার্ক ওয়ার্কের বরাত দিয়ে টোকিও থেকে এএফপি জানায়, স্থানীয় দমকল বিভাগ একটি জরুরি ফোন কলে জানতে পারে ‘একটি ধুলো সংগ্রাহক বিস্ফোরিত হয়েছে’ এবং ‘ছাদটি উড়ে গেছে’।

জাপানের মধ্যাঞ্চলীয় টয়োটা নগরীর চুও স্প্রিং কোম্পানির কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের ফলে আগুন লেগে গেলে অগ্নিনির্বাপক কর্মীরা নেভানোর চেষ্টা চালিয়ে যায়।

প্রতিবেদনের তথ্য নিশ্চিত করার জন্য তাৎক্ষণিকভাবে দমকল বিভাগের কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি।

সূত্র: বাসস