রাবি ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠান ইউনিমেড ইউনিহেলথ ফার্সাসিউটিক্যালস লিমিটেড এর মধ্যে সম্প্রতি গবেষণা বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রাবির পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইখতিখারুল আলম মাসুদ এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এম মোসাদ্দেক হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়টির এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর আমিনুল হক, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক আবু জাফর সাদেক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির জ্যেষ্ঠ গবেষক এ এন এম ইফতেখার বাংলাদেশে উৎপাদিত হয় এমন এলোভেরা এবং বিদেশ হতে আমদানিকৃত এলোভেরা এর তুলনামূলক মান বিশ্লেষণ করবেন এবং স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় জৈব প্রযুক্তিগত পরিবর্তন সুপারিশ করবেন।
প্রসঙ্গত, উল্লেখ্য বর্তমানে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড মার্কিন যুক্তরাষ্ট্র হতে অত্যন্ত উন্নতমানের এলোভেরা কাঁচামাল আমদানি করে নিজেদের ফ্যাক্টরিতে পণ্য উৎপাদন করে বাংলাদেশে বাজারজাত করে।