ঢাকা | মার্চ ৭, ২০২৫ - ১:১৩ পূর্বাহ্ন

রাণীনগরে দুই ইটভাটা, মালিককে লাখ টাকা জরিমানা

  • আপডেট: Thursday, March 6, 2025 - 10:11 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনার অপরাধে দুই ভাটা মালিককে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

শেখ নওশাদ হাসান জানান, বৈধ লাইসেন্স ছাড়াই ইটভাটা নির্মাণ করে ইট প্রস্তুুত করছেন। এমন সংবাদের ভিত্তিতে গত বুধবার বিকালে সেনাবাহিনীর টহল দলকে সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স বিহীন অবস্থায় ইটভাটা পরিচালনার অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্র আইন ভঙের অপরাধে মেসার্স বি.ডি.সি ইটভাটার মালিক সাইদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অপরাধে মেসার্স দ্বিপ ব্রিকসের মালিক আব্দুস সাত্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।