ঢাকা | মার্চ ৭, ২০২৫ - ২:১৫ পূর্বাহ্ন

রাজশাহীতে স্পা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ইফতার মাহফিল­

  • আপডেট: Thursday, March 6, 2025 - 11:15 pm

স্টাফ রিপোর্টার: দেশের স্বনামধন্য লিফট কোম্পানি স্পা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের রাজশাহী শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে মহানগরীর বোয়ালিয়া থানার মোড়ে কোম্পানিটির স্থানীয় কার্যালয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে স্পা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সার্বিক সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে স্পা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের রাজশাহী শাখার সহকারী ম্যানেজার সুকুমার দাস, সিনিয়র ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলামসহ কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে, গতকাল বৃহস্পতিবার শুধু রাজশাহীই নয়, রাজধানী ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন শাখা কার্যালয়ে একযোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতারের কেন্দ্রীয় কার্যালয় প্রান্তে স্পা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান পার্থ প্রতিম সরকার, ডিরেক্টর আতাউর রহমান, ডিরেক্টর এহতেশাম হায়দার, এমডি সুবির দে-সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।