ঢাকা | মে ১৪, ২০২৫ - ৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে আমরা প্রস্তুত’ : চীন

  • আপডেট: Thursday, March 6, 2025 - 12:55 pm

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরণের যুদ্ধে ‘শেষ পর্যন্ত লড়াই’ করতে প্রস্তুত চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এই কথা বলেছে যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস।

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যের পর চীনা দূতাবাসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে গতকাল বুধবার একটি পোস্ট দেয়া হয়। এতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চায়, তা সে শুল্ক যুদ্ধ হোক, বা বাণিজ্য যুদ্ধ হোক বা অন্য যেকোনো ধরণের যুদ্ধ, আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত।’

ওয়াশিংটন থেকে এএফপি আজ এই খবর জানায়।

ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে চীন। একই সিদ্ধান্ত কানাডারও। এছাড়া মেক্সিকো যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ শুরু হয়েছে। অন্যদিকে একই সময়ে চীনের ওপর আরোপ করা হয়েছে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক।

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, নিজেদের স্বার্থ রক্ষার জন্য মার্কিন কৃষি খাদ্যপণ্যে ১৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।

সমস্যা সমাধানে অবিলম্বে ওয়াশিংটনকে বেইজিংয়ের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রলায়েরর মুখপাত্র।

এদিকে কানাডা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। ওয়াশিংটনের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় স্থানীয় সময় সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে বিঘ্ন ঘটাবে। শুল্ক আরোপ ট্রাম্পের প্রথম মেয়াদের বাণিজ্য চুক্তির লঙ্ঘন বলেও অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী।

 

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS