ঢাকা | মার্চ ৬, ২০২৫ - ৩:১৭ অপরাহ্ন

শিক্ষার্থীদের সমাবেশ দেশে স্থিতিশীলতা ফেরাতে নির্বাচিত সরকারের বিকল্প নাই: মিনু

  • আপডেট: Thursday, March 6, 2025 - 12:35 am

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, দেশে বর্তমানে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। যে যেভাবে পারে চলার চেষ্টা করছে। নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যের কারনে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এক শ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করছে। সেইসাথে বেড়েছ খুন, জখম, চুরি ও ছিনতাই। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে নির্বাচিত সরকারের কোন বিকল্প নাই।

গতকাল বুধবার রাজশাহী সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের হড়গ্রাম গোরস্থানপাড়া ঈদগাহ মাঠে বিএনপি নেতা আতাউর হোসেনের সার্বিক তত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, পতিত সরকার তার নিজের ক্ষমতা ধরে রাখতে জুলাই-আগস্টে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। শুধু তাই নয় হাজার ছাত্র-জনতাকে পঙ্গু কলে ফেলেছে। যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা এবং যারা অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করছে। সেই আন্দোলন এখনো শেষ হয়নি।

যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত গণতন্ত্র পুণরুদ্ধারের জন্য আন্দোলন করে যেতে হবে। সেইসাথে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করারও দাবি জানান বিএনপি নেতা মিজানুর রহমান মিনু।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম স্বপন, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী শহীদ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল ভূঁইয়া, রাজপাড়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম মিঠু, ২নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক আব্দুল মতিন, বিএনপি নেতা শহিদুল ইসলাম টিটু, জামাল উদ্দিন, নয়ন, মুকুল শেখ ও আমিনুল ইসলামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।