ঢাকা | মার্চ ৬, ২০২৫ - ৮:২২ অপরাহ্ন

ট্রলারসহ ৫৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

  • আপডেট: Thursday, March 6, 2025 - 11:36 am

অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে ৬টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।

ব্হস্পতিবার (৬ মার্চ) সকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।সেন্টমার্টিনের স্থানীয় ট্রলার মালিক ও জেলেদের অভিযোগ, সেন্টমার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে আরাকান আর্মিরা ৬টি ট্রলার নিয়ে যায়। ৬টি ট্রলারে ৫৬ জন মাঝি-মাল্লা ছিল।

টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির জানান, সাগর থেকে মাছ শিকার করে বাড়িতে ফিরে আসা জেলেদের মাধ্যমে ৬টি ট্রলার ধরে নিয়ে যাওয়ার খবরটি জানতে পেরেছি। পরে সংবাদটি সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন জানান, ৬টি ট্রলারসহ ৫৬ জন জেলেকে মিয়ানমার বাহিনী ধরে নিয়ে গেছে। যা আমাকে কোস্টগার্ড জানিয়েছে। পরবর্তীতে জানতে পারব ট্রলার বা জেলেরা কী টেকনাফের না বাহিরেরও কেউ আছে।