ঢাকা | মার্চ ৭, ২০২৫ - ৫:০৯ পূর্বাহ্ন

জনবান্ধব ভূমি সেবার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ

  • আপডেট: Thursday, March 6, 2025 - 11:36 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী ও নওগাঁ জেলায় জনবান্ধব অটোমেটেড ভূমি সেবার লক্ষ্যে নতুন সৃজিত/ মানোন্নীত সফটওয়্যার সমূহের ২য় ভার্সন সম্পর্কে কর্মকর্তা/কর্মচারীগণের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ভূমি মন্ত্রণালয়, ঢাকার আয়োজনে জেলা প্রশাসন, রাজশাহীর সহযোগিতায় প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার রাজশাহী খোন্দকার আজীম আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যোবায়ের হোসেনসহ রাজশাহী জেলার সকল ভূমি অফিসের সহকারী কমিশনার। ভূমিসহ উপ সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।