ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ১০:১২ অপরাহ্ন

১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীই বই পাবে: বিদায়ী শিক্ষা উপদেষ্টা

  • আপডেট: Wednesday, March 5, 2025 - 8:00 pm

অনলাইন ডেস্ক: আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও এখনো অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি। তবে আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে। ছাপাতে দেরির পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণেই এখনও নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে।

সূত্র: বাসস

Hi-performance fast WordPress hosting by FireVPS