ঢাকা | মার্চ ৬, ২০২৫ - ৭:৩৫ পূর্বাহ্ন

ফিলিপাইনে নিখোঁজ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ক্রুদের মৃতদেহ পাওয়া গেছে

  • আপডেট: Wednesday, March 5, 2025 - 9:22 pm

অনলাইন ডেস্ক: ফিলিপাইনের উদ্ধারকারী দল বুধবার দেশটির দক্ষিণের একটি পাহাড়ি অঞ্চল থেকে নিখোঁজ একটি এফএ-৫০ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ এবং এর দুই ক্রুদের মৃতদেহ খুঁজে পেয়েছে।

ম্যানিলা থেকে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

উত্তর মিন্দানাওতে কমিউনিস্ট বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সেনাদের বিমান সহায়তা প্রদানের মিশনে যাওয়ার একদিন আগে বিমানটি নিখোঁজ হয় ।

পূর্ব মিন্দানাও কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল লুইস রেক্স বার্গান্তে এএফপিকে জানিয়েছেন, ধ্বংসাবশেষের ভেতর থেকে দুই ক্রুকে পাওয়া গেছে।

তিনি বলেন, ’বিমানের ভেতরে মৃতদেহগুলো পাওয়া গেছে।

বিমানটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

চতুর্থ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল ফ্রান্সিসকো গ্যারেলো এএফপিকে জানিয়েছেন, নিখোঁজ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ কালাতুঙ্গান পর্বতে পাওয়া গেছে।

মিন্দানাওয়ের বুকিডন প্রদেশে অবস্থিত, ২ হাজার ৮৮০ মিটার উঁচু কালাতুঙ্গান ফিলিপাইনের পঞ্চম বৃহত্তম পর্বত।

বার্গান্তে বলেন, সেনাবাহিনীর দেহাবশেষ পাহাড়ের নিচে আনা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আরো বলেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

সূত্র: বাসস