ঢাকা | মে ১, ২০২৫ - ১০:৫৯ পূর্বাহ্ন

নাটোরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

  • আপডেট: Wednesday, March 5, 2025 - 10:20 pm

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা মৎস্যজীবীপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সেলিম হোসেন (৩২), রেহেনা বেগম (৪০), অফলা বেগম (২৫), শরীফা খাতুন (৬৫),

নাসির হোসেন (২৭), সবের আলী (৩৫), বীরেন প্রামাণিক (৬০), জহুরা বেগম (৫৫), ফজলু প্রামাণিক (৩৫), নাসিমা বেগম (২৫), সোনা খাতুন (৫৫), শুক চাঁদ মিয়া (৪০), মতিন খা (৩০), রফিকুল ইসলাম (২০), শাকিল হোসেন (২৬), নার্গিস বেগম (৩০) ও রাইদুল হোসেন (১৭)।

স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার বিকেলে চামটা মৎস্যজীবী পাড়া গ্রামের লালচাঁদ মিয়ার মেয়ে আছিয়া খাতুন (৬) ও নদী খাতুন (১২) মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে আছিয়ার মা নাসিমা বেগম নদীকে বকাবকি করেন।

কিন্তু নদী বাড়িতে গিয়ে বলে তাকে মারধর করা হয়েছে। আজ সকালে নাসিমা বেগম বাজারে যাওয়ার সময় নদীর বাবা মতিন খাঁ ও তার লোকজন তাকে মারধর করে। তাকে উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাধে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে। এখানো অভিযোগ আসেনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS