রাজশাহীতে যৌথ অভিযানে গ্রেফতার ৪০

অনলাইন ডেস্ক: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযানকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, আর এমপির অভিযানে আরো ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ২৩ জন রয়েছে।
গ্রেফতারকৃত ৮ আসামি মো: আকতারুল আলম (৫৯), মো: বকুল (২৮), আল-আমিন হোসেন ওরফে বাপ্পি (৩৫), মো: ইমরান হোসেন ইমু (৩০), মো: আবু সাঈদ (৩৫), মো: সেলিম হোসেন ওরফে আলমাছ (৪৫), মো: সুজন (৩৩) ও মো: মুনজুর (২৮) আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: বাসস