ঢাকা | মার্চ ৬, ২০২৫ - ১০:১৪ অপরাহ্ন

দুর্গাপুরে স্ত্রীর শোকে স্বামীর আত্মহত্যা

  • আপডেট: Wednesday, March 5, 2025 - 10:14 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তাহাজ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি। গত মঙ্গলবার রাতে উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের নিজ বাড়িতে ওই ব্যক্তি আত্মহত্যা করেন।

পেশায় কৃষক তাহাজ উদ্দিন চৌপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, স্ত্রী চলে যাওয়ার পর থেকে তাহাজ মানসিক অবসাদে ভুগছিলেন। এর জেরে তিনি আত্মহত্যা করতে পারেন।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তাহাজের মনোমালিন্য হয়। এর জেরে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। তাহাজ বিভিন্নভাবে বুঝিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

পরে স্ত্রীর অন্যত্র বিয়ে হয়। এরপর থেকে বিষন্নতায় ভুগছিলেন তাহাজ। কারো সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না।

ওসি আরও জানান, গত মঙ্গলবার ইফতারির আগে গলায় ফাঁস দেন তাহাজ। ইফতারির পর এলাকাবাসী তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দুর্গাপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।