ঢাকা | মার্চ ৫, ২০২৫ - ৪:০৭ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় মোহনপুরসহ বিভিন্ন স্থানে তিনজনের মৃত্যু

  • আপডেট: Tuesday, March 4, 2025 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: পৃথক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর মোহনপুরে একজনসহ বিভিন্ন স্থানে মোট তিনজনের মৃত্যু হয়েছে। মোহনপুর প্রতিনিধি জানান, রাজশাহীর মোহনপুরে ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাশার (১৮) নামের এক যুবক নিহত হয়েছে।

জানা গেছে, আবুল বাশার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার আবুল বাশার নিজ বাড়ি হতে একটি প্লাটিনা মোটরসাইকেল যোগে মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে কম্পিউটার শেখার জন্য রওনা হলে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের অন্তর্গত চকবেলনা মোড়ে সকাল আনুমানিক ১০ টার দিকে পৌঁছালে বিপরীত দিক হতে আসা রড বোঝায় একটি ভুটভুটি সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এই সংঘর্ষে ভুটভুটিতে থাকা রড মোটরসাইকেল আরোহী আবুল বাশারের বুকের ভিতরে ঢুকে গেলে ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করেন। এই ঘটনার পরপরই ভুটভুটির ড্রাইভার অর্থাৎ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, নিহত আবুল বাশারের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি।

লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে পিতার ট্রলি ট্রাক্টরে চাপা পড়ে প্রাণ হারিয়েছে মুরসালিন নামে এক শিশুর। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মুরসালিনের বাবা পিন্টু পেশায় একজন ট্রলি (ট্রাক্টর) চালক।

সে প্রতিদিনের মতো কাজ শেষে রাত ৮ টার দিকে ট্রলি (ট্রাক্টর) চালিয়ে বাড়িতে প্রবেশ করছিলেন। এ সময় বাবার ট্রলির শব্দ শুনে ছুটে বেরিয়ে আসলে সেই ট্রলির চাকার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন ছেলে মুরসালিন।

তৎক্ষনাৎ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতলে বাবা পিন্টু আহাজারি করে বলছিলেন, “আমি এক হতভাগা বাবা। আমার ট্রলির নিচে চাপা পড়ে আমার ছেলে মারা গেল।

এ কষ্ট আমি কোনদিনও ভুলতে পারবো না। মঙ্গলবার সকালে জানাজা শেষে শিশুটিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। শিশু মুরসালিনের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, কোন অভিযোগ না থাকায় শিশুটিকে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটের পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম নাছির বিপ্লব নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ফিসকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলচালকও আহত হয়েছেন।

পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত গোলাম নাছির বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চা গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচবিবি থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বিপ্লব হোসেন বাড়ি ফেরার পথে ফিসকার ঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তা জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে সিসি ক্যামেরার ভিডিয়ো সংগ্রহ করেন।

পুলিশ ও সিসি ক্যামেরার ফুটেজ সূত্রে জানা গেছে, সড়কের বাঁ পাশ দিয়ে একটি সিএনজি অটোরিকশা যাচ্ছিল। ফিসকার ঘাট এলাকায় হেঁটে আসা এক ব্যক্তি বাঁ পাশ থেকে ডান পাশে যান, তখন সিএনজি অটোরিকশা একই দিকে চলে যায়।

এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম নাছির বিপ্লবের।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।