ঢাকা | মার্চ ৫, ২০২৫ - ৪:০৮ পূর্বাহ্ন

নিয়ামতপুরে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে দুধ ডিম ও গরুর মাংস

  • আপডেট: Tuesday, March 4, 2025 - 9:41 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ৬৩০ টাকা কেজি দরে ৩১৫ টাকায় আধা কেজি গরুর মাংস কিনে বাড়ি ফিরছিলেন দামপুরা গ্রামের কৃষক শামসুল। ছোট ছেলে মাঝে মধ্যে গরুর মাংসের কথা বললেও কেনার সাধ্য হয়নি। তবে এখন সুবিধে পাওয়ায় এ পরিমাণ মাংস কিনেছেন তিনি।

তিনি জানান, কোরবানির ঈদের পর গরুর মাংস আর খাওয়া হয়নি তার। মূল্য চড়া থাকায় কেনার সাহস পাননি। এখন পরিবারের সদস্যদের নিয়ে অনেক দিন পর গরুর মাংস খাবেন।

নিত্যপণ্য খাদ্যসামগ্রী কম দামে বিক্রি করার উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। এতে করে খেটে খাওয়া মানুষের জীবন যাপন কিছুটা সহজ হবে।

গত সোমবার নওগাঁর নিয়ামতপুরে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস,  ছোলা, চিনি, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসমাগ্রী বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কাঁচা বাজারের পাশে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরেনারী হাসপাতাল এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন। এখানে প্রতি হালি ডিম ৩৮ টাকা, প্রতি  কেজি দুধ ৬০ টাকা, চিনি ১১৪, বুট ৯২টাকা, মশুর ডাল ৯৫টাকা, খেজুর ১৯০ টাকা,  সোয়াবিন ১৬৮টাকা, আটা ৪১টাকা, মুড়ি ৭৮টাকা, মাংস ৬৩০টাকা, ডিম ৩৮টাকা হালি করে বিক্রি করা হচ্ছে। সকল শ্রেণিপেশার মানুষের ভিড় এ বিক্রয় কেন্দ্রে। সুলভ মূল্যে এসব খাদ্য সামগ্রী পাওয়ায় ক্রেতারা বেশ খুশি।

ক্রেতা নজরুল ইসলাম জানান, তিনি সুলভ মূল্যে দুধ, ডিম ও চিনি কিনেছেন। তার দাবি, শুধু সপ্তাহে দু’দিন নয়, পবিত্র রমজান মাসজুড়ে সুলভ মূল্যে প্রতিদিন দুধ, ডিম, বুট, চিনি, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিক্রয় করা হলে ভোক্তারা অর্থনৈতিক সাশ্রয়সহ ভেজালমুক্ত পণ্যসামগ্রী পেত।

বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ বাজারে কিছুটা শ্বস্তির নিশ্বাস বয়ে আনতো তাদের মাঝে। রমজান মাসে প্রতিদিনই এই বিক্রয় কেন্দ্র পরিচালনা করার জন্য আয়োজকদের প্রতি আহবান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, রমজান মাসে সর্ব সাধারণের কথা ভেবেই সুলভ মূল্যের এ বিক্রয় কেন্দ্রের উদ্যোগ নেয়া হয়েছে। প্রতি সপ্তাহে দু’দিন হাটবার করে সোমবার ও বৃহস্পতিবার এ বিক্রয় কেন্দ্র পরিচালনা করা হবে। তিনি এও জানান, এখান থেকে একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি ও সর্বনিম্ন ২৫০ গ্রাম গরুর মাংস সুলভ মূল্যে কিনতে পারবেন।