সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

অনলাইন ডেস্ক: আজ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ ৩৭ হাজার ৮৪০ টাকার ভারতীয় চিনি, জিরা,ফুসকা, বিড়ি ও কয়লা এবং বাংলাদেশি একটি স্টিলবডি নৌকা জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার ভোর রাত থেকে সকাল ৭ টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল জব্দ করে সুনামগঞ্জ-২৮ বিজিবি অধীন ডলুরা বিওপি, চানপুর বিওপি, মাছিমপুর বিওপি এবং চারাগাঁও জোয়ানরা পৃথক অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল জব্দ করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবির সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর রাত ২টা থেকে সকাল ৭ টা পর্যন্ত অভিযান চালিয়ে ডুলুরা বিওপির জোয়ানরা একটি বাংলাদেশি স্টিলবডি নৌকাসহ এক হাজার ৯০ কেজি ভারতীয় চিনি, ৭৮ কেজি ভারতীয় জিরা,৮৪০ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করে।
চাঁনপুর বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে ৭৫০ কেজি ভারতীয় ফুসকা, মাছিমপুর বিওপির জোয়ানরা ৩২৪ কেজি ভারতীয় ফুসকা, ২২ কেজি চিনি জব্দ করে এবং চাঁরাগাও বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে ২ হাজার কেজি ভারতীয় কয়লা জব্দ করে।
জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ৩৭ হাজার ৮৪০ টাকা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
জব্দকৃত বাংলাদেশি স্টিলবডি নৌকা, ভারতীয় চিনি, জিরা, বিড়ি, ফুসকা ও কয়লা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে বলেও জানান অধিনায়ক।
সূত্র: বাসস