ঢাকা | মার্চ ৫, ২০২৫ - ১:০৩ পূর্বাহ্ন

শ্বশুর-শাশুড়িকে হত্যা চেষ্টার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে

  • আপডেট: Tuesday, March 4, 2025 - 9:37 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পারিবারিক বিরোধের জের ধরে শ্বশুর-শাশুড়িকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে গৃহবধূ শ্যামলী খাতুনের বিরুদ্ধে। অজ গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গৌরাঙ্গপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় শ্বশুর-শাশুড়িকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। শ্বশুর জলিল হোসেন জানান, তার একমাত্র ছেলে নাসিরের স্ত্রী শ্যামলী খাতুনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘ দিন শত্রুতা চলছিল।

অজ ভোররাতে সেহরি খাবার সময় গরুর দুধ দিয়ে ভাত খায় জলিলের স্ত্রী মাশিদা বেগম (৬০) এর পর জলিল দুধ দিয়ে ভাত খেতে গেল দুইবার মুখে দেয়ার পর বিষের গন্ধ  পেলে সে আর ভাত খায় না। সঙ্গে-সঙ্গে বমি করে ফেলে তারা স্বামী-স্ত্রী

ছেলের  বৌ শ্যামলী খাতুন সেহরি রান্না করে শ্বশুর-শাশুড়ি ও স্বামী নাসিরকে খেতে দেয়। পরে শ্বশুর-শাশুড়িকে দুধ দিয়ে ভাত খেতে বলে। প্রথমে শাশুড়ি মাশিদা বেগম, এরপর শ্বশুর জলিল দুধ দিয়ে ভাত খাবার সময় বিষ বিষ গন্ধ লাগায় তারা দুইজন হঠাৎ রক্তবমি শুরু করে।

পরে পরিবারের লোকেরা এলাকাবাসীর সহায়তায় শ্বশুর-শাশুড়িকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। শ্বশুর জলিল হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। শাশুড়ি মাশিদা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছেন তার অবস্থায় আশঙ্কাজনক বলে কর্মরত চিকিৎসক মাকসিদুল আলম নিশ্চিত করেছেন।

জলিল হোসেন আরও জানান, মঙ্গলবার রাতে যে কোনো সময় তার ছেলের বৌ শ্যামলী খাতুন দুধের পাত্রে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা চালায়। নাসিরের স্ত্রী শ্যামলী খাতুন ঘটনার পর থেকে পালাতক রয়েছেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম.আসাদ্দুজ্জামান বলেন, এই ঘটনায় থানায় রাত সাড়ে ৬টা পর্যন্ত কেই অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নিব।