ভূমি সেবার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে অধিপরামর্শ সভা

স্টাফ রিপোর্টার: ভূমি অফিসের সেবার মানোন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে বোয়ালিয়া থানা ভূমি অফিস কর্তৃপক্ষের সাথে সনাক, রাজশাহী’র এক অধিপরামর্শ সভা গতকাল মঙ্গলবার সহকারী কমিশনার-ভূমির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বোয়ালিয়া থানা ভূমি অফিসের অধীন অফিসসমূহে মানসম্মতভাবে আন্তরিকতার সাথে সেবা প্রদান ও সুশাসন নিশ্চিত করা, নাগরিকদের ভূমি উন্নয়ন কর প্রদান সহজীকরণ ও নিবন্ধন কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা,
ভূমি অফিসসমূহে সেবা প্রদানকারীর মোবাইল নম্বর এবং সেবা প্রদানের সময়কাল দৃশ্যমান স্থানে প্রদর্শন করা, ভূমি বিষয়ক গণশুনানি আয়োজন করা, ভূমি অফিসসমূহে সেবার বিভিন্ন ফি/তথ্যসমূহ উন্মুক্ত এবং সিটিজেন চার্টার হালনাগাদ করা, ভূমি অফিসসমূহে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা প্রদানে অগ্রাধিকার প্রদান করা,
ভূমি অফিসসমূহে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা, কোনো অনিয়ম ছাড়া দ্রুততম সময়ে সেবা প্রদান করা, এবং ভূমি অফিসসমূহে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন ও কার্যকর করা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সনাক, রাজশাহী’র সভাপতি প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে সহকারী কমিশনার-ভূমি অভিজিত সরকার উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার-ভূমি তাঁর বক্তব্যে সনাক, রাজশাহী’র কাজের ফলে ভূমি খাতের সেবার মানোন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি তিনি সনাক, রাজশাহী’র কার্যক্রমে সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
সভার শুরুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র পাঁচ বছর মেয়াদী ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)’ প্রকল্প বিষয়ে টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মনিরুল হক বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, প্যাকটা প্রকল্প হলো একটি তথ্য-প্রযুক্তি নির্ভর প্রকল্প। প্যাকটা প্রকল্পে ব্যবহারের জন্য টিআইবি কর্তৃক একটি বিশেষায়িত অ্যাপ (প্যাক্টঅ্যাপ) তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ডেটা/তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তথ্য সংগ্রহের কাজে সংশ্লিষ্ট কমিউনিটির জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে যোগসূত্র স্থাপনের মাধ্যমে কার্যকর ও টেকসই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য অ্যাডভোকেট দিলসেতারা বেগম (চুনি), গোলাম সারওয়ার ও রাশেদ ইবনে ওবায়েদ রিপন, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ-ভূমির সমন্বয়ক ও সদস্যবৃন্দ প্রমুখ।