ঢাকা | মার্চ ৫, ২০২৫ - ১:০২ পূর্বাহ্ন

বারিন্দ নার্সিং কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

  • আপডেট: Tuesday, March 4, 2025 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বারিন্দ নার্সিং কলেজের শিক্ষার্থীরা একাডেমিক ও প্র্যাকটিক্যাল শিক্ষার সুযোগ না পাওয়ায় বিক্ষোভ সমাবেশ দ্বিতীয় দিনেও অব্যাহত রেখেছে ।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কলেজ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীগণ।

বিক্ষোভ সমাবেশে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাতে কলমে ইন্টার্নশিপ করার সুযোগ না পাওয়ায় সঠিক চিকিৎসা সেবার জ্ঞান আহরণ থেকে বঞ্চিত হচ্ছেন।

বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে ৫২৫টি শয্যা রয়েছে। অথচ রোগী ভর্তি না হওয়ার কারণে সেখানে নার্সিং শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল শিক্ষা গ্রহণ করতে পারছে না।

এ কারণে শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করার দাবি তুলেছেন। শিক্ষার্থীরা জানান, কেবলমাত্র হাতে কলমে শিক্ষা-দীক্ষার ব্যাপারটি নয়, এখানে কয়েকটি বিভাগ নাম মাত্র চালু রয়েছে।